বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে ডিআইজির পক্ষে এসপির উপহার প্রদান 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে ডিআইজির পক্ষে এসপির উপহার প্রদান 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে বিভিন্ন চার্চে শুভেচ্ছা উপহার প্রদান ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। গত সোমবার দিনটি উদযাপিত হয়।

বড়দিন উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের  ডিআইজি  নুরে আলম মিনার পক্ষ হতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের তদারকিতে সকল থানার বিভিন্ন চার্চে প্রদান করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিস্ট ধর্মাবলম্বীদের খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস)  মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. তফিকুল আলম,  সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি মডেল থানার ওসি  তানভীর আহসান ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ